Searching...
Monday, September 25, 2017

এবার লাঠিয়াল মৌসুমী হামিদ

September 25, 2017

এবার লাঠিয়াল মৌসুমী হামিদ


জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে এবার দেখা যাবে লাঠিয়াল চরিত্রে। আরেক আলোচিত নাট্য পরিচালক ইরানী বিশ্বাস রচিত ও পরিচালিত টেলিছবি ”লায়লা লাঠিয়াল” এ এই চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। টেলিছবিটির গল্পে দেখা যাবে,লাঠিয়াল সর্দারের মেয়ে লায়লা(মৌসুমী হামিদ) ছোটবেলা  থেকে বাবাকে লাঠি  খেলতে দেখে বড় হয়েছে। লায়লার ইচ্ছা বাবার মতো নাম করা লাঠিয়াল হবে। লায়লার এমন লক্ষ্যের মাঝেই হঠাৎ গ্রামের চেয়ারম্যান সিরাজ মোল্লার একমাত্র ছেলে বাদশা লায়লাকে বিয়ে করতে ইচ্ছা প্রকাশ করে। অবশেষে দুই পরিবারের সম্মতিতে লায়লাকে বউ করে ঘরে আনেন চেয়ারম্যানের পরিবার। ডানপিঠে নতুন বউয়ের কান, গলা খালি দেখে অবাক বাড়ির অন্যান্য সদস্য। উপস্থিত সকলের সামনে শাশুড়ি কাজের মেয়েকে দিয়ে ঘর থেকে সমস্ত গয়না এনে লায়লাকে পরতে বললেন এবং কঠিন-কঠোর ভাষায় জানিয়ে দিলেন, এর পর থেকে আর কখনো যেন লায়লা হাতে লাঠি না ধরে। কথাটা শুনে অবাক হয় লায়লা। মনে মনে নিজেকে প্রশ্ন করে, কি করা উচিত। সে কি এ বাড়ির বউ হবে, নাকি বাবার মতো লাঠিয়াল হবে ? আর এভাবেই এগিয়ে যেতে থাকে টেলিছবিটির কাহিনী। এই টেলিছবিটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বললেন,”ক্যারিয়ারে এই প্রথমবারের মতো লাঠিয়াল চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রে কাজ করে ভিন্ন এক অভিজ্ঞতা হলো আমার। লাঠিয়াল হিসেবে নিজেকে তুলে ধরতে গিয়ে লাঠি খেলা শিখতে হয়েছে। খুব উপভোগ করেছি কাজটি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে টেলিছবিটি।” টেলিছবিটিতে মৌসুমির বিপরীতে অভিনয় করেছেন আরিফ অর্ক। এছাড়া আরও অভিনয় করেছেন শিরিন আলম, মাহমুদুল হক মিঠু, রেশমী প্রমুখ। টেলিছবিটির নির্মাতা ইরানি বিশ্বাস জানিয়েছেন, আসছে ২৭ সেপ্টেম্বর বিকেল ২টা ৪৫ মিনিট এটি চ্যানেল আইতে প্রচার হবে ।


নতুন নতুন সব তাজা ও গরম খবর , খেলার খবর, বিনোদনের খবর, চাকরির খবর পেতে চোখ রাখুন আমাদের এই পেইজে
                                                                        সরকারি বেসরকারি চাকরির খবর পেতে ভিজিট করুন                                                                                             
                                                                                                              htpp:www.bdjobsnews.net 





                                      আরো খবর পড়তে চাইলে
 ঃ চলমান

0 comments:

Post a Comment